Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চট্টগ্রাম ও খুলনা জেলায় বিদেশ গমনেচ্ছুদের অনলাইনে নিবন্ধন করা হবে আগামী ০৪/১০/২০১৩ থেকে ১০/১০/২০১৩ তারিখে।
বিস্তারিত

সু-খবর! সু-খবর‌!! সু-খবর!!! চট্টগ্রাম ও খুলনা জেলায় বিদেশ গমনেচ্ছুদের অনলাইনে নিবন্ধন করা হবে আগামী ০৪/১০/২০১৩ থেকে ১০/১০/২০১৩ তারিখে।
বাংলাদেশী নাগরিকের ক্ষেত্রে বিশ্বের যে কোন দেশে যাওয়ার জন্য অবশ্যই এই রেজিষ্ট্রশন করতে হবে।

রেজিষ্ট্রেশন করতে নাগরিককে সঙ্গে নিয়ে আসতে হবে:
১) মেশিনরিডেবল পাসপোর্ট (এমআরপি), যদি না থাকে তবে
২) জাতীয়তা পরিচয়পত্র, তা না থাকলে
৩) জন্মনিবন্ধন সনদপত্র
৪) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)এক সেট ফটোকপিসহ
৫) জন্মনিবন্ধন সনদপত্রে যে নাম-ঠিকানা ব্যবহৃত হয়েছে, পরবর্তিতে হুবহু সেই নাম-ঠিকানা ব্যবহার করে এমআরপি পাসপোর্ট তৈরী করতে হবে
৬) নমিনির নাম-ঠিকানা ও মোবাইল নম্বর
৭) ঘনিষ্ঠ ও বিশ্বস্হ এমন তিন জন ব্যক্তির নাম-ঠিকানা ও মোবাইল নাম্বার
৮) দেশে / বিদেশে কাজের অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)

প্রার্থীদের যোগ্যতা নিম্নরুপ:
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের নাগরিক হতে হবে।
প্রার্থীদের বয়সসীমা ১৮-৪৫ বছর।
শুধুমাত্র নারী গৃহকর্মী পেশায় বয়স ২৫-৪৫ বছর হতে হবে। অন্যান্য পেশার ক্ষেত্রে মহিলা প্রার্থীদের বয়সসীমা ১৮-৪৫ বছর)
যেকোন দেশের জন্য এই রেজিস্ট্রেশন প্রযোজ্য হবে। তবে প্রার্থী তার পছন্দের পেশায় সর্বাধিক ৭টি দেশে অভিবাসনের জন্য আবেদন করতে পারবেন।
প্রার্থী সর্বমোট ২০০-এর অধিক ট্রেড/পেশা থেকে এক বা একাধিক ট্রেড পছন্দ করতে পারবেন।
এছাড়া যাদের বিশেষ কোন ট্রেড বা পেশায় দক্ষতা নেই, তারা সাধারন কর্মী হিসেবে রেজিস্ট্রশন করতে পারবেন।

রেজিষ্ট্রেশন ফি: উদ্যোক্তাগণ নিবন্ধন ফি বাবদ ২৫০/- টাকা গ্রহণ করবেন; মধ্যে ১৫০/- টাকা বিএমইটি’র ফি এবং ১০০/- টাকা উদ্যোক্তার ফি। রেজিস্ট্রেশন শেষে বিএমইটি’র মোট টাকা একত্রে উদ্যোক্তা সরাসরি বিএমইটি’র একাউন্টে Bank Account Name: Wage Earner’s Welfare Fund, Account Number: 36000969, Sonali Bank, Ramna Corporate Branch, Dhaka) জমা দিয়ে স্লিপটি ইউআইএসসি ও পিআইএসসি’র উদ্যোক্তারা জেলা প্রশাসন বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং সিআইএসসি’র উদ্যোক্তারা প্রধান নির্বাহী কর্মকর্তা/ফোকাল পয়েন্টের কাছে জমা দিবেন, অথবা, যতগুলো আবেদন উদ্যোক্তা গ্রহণ করবেন, প্রতি নাগরিকের বিপরীতে উদ্যোক্তা ১৫০/- টাকা জেলা প্রশাসন/ উপজেলা প্রশাসন/ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিবেন যাতে করে তারা বিএমইটি’র একাউন্টে জমা দিতে পারেন।

বিস্তারিত জানতেঃ
রাজু
০১নং করেরহাট ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, ০১৯১৬২৬৪৯৭৯

ডাউনলোড
প্রকাশের তারিখ
20/09/2013