শিরোনাম
১নং করেরহাট ইউনিয়নের করেরহাট বাজারে আগুনে ৫ দোকানঘর পুড়ে ছাই : কোটি টাকার ক্ষয়ক্ষতি
বিস্তারিত
চট্টগ্রামের মীরসরাইয়ের ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত সাড়ে ১০ টায় উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের করেরহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষয়ক্ষতি কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, করেরহাট বাজারে পেট্রোল পাম্পের পাশ্বর্তী একটি ফার্নিচারের দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিড থেকে আগুনের সূত্রপাত হয়। মুর্হুতেই আগুন শ্রাবণ মেটাল এন্ড শীপ ফার্নিচার, মক্কা মেটাল ইন্ডাট্রিজ, ইব্রাহিম হাওয়া ঘর, রহমান ফার্নিচার এবং মঈন উদ্দিন ফার্নিচারের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন আধঘন্টা চেষ্টা করে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে ৫টি দোকানের মূল্যবান সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে কমপক্ষে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবী করেছেন।
স্থানীয় চেয়ারম্যান দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আগুনে ৫টি দোকানের সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরো বলেণ, বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত বলে ধারণা করা হলেও অগ্নিকান্ডের প্রকৃত কারণ এখনো উদঘাটন করা যায়নি।