চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তি
২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা সংক্রান্ত
এতদ্বারা সংশিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের সময়সীমা পুন:নির্ধারণ এবং ইউনিটওয়ারী ভর্তি পরীক্ষার সময়সূচী নির্ধারণ করা হয়েছে। টেলিটক মোবাইল ফোনে এস.এম.এস. এর মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ করা হবে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর, ২০১৩ তারিখ পর্যন্ত এবং ভর্তি পরীক্ষা শুরু হবে ১৬ নভেম্বর, ২০১৩ তারিখ থেকে। গত ০৩.০৯.২০১৩ তারিখ উপাচার্য মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিট ভর্তি কমিটির সভাপতিবৃন্দের সভায় উক্ত সময়সীমা নির্ধারণসহ ইউনিটওয়ারী ভর্তি পরীক্ষার সময়সূচী নির্ধারণ করা হয়েছে। বি ইউনিটের পরীক্ষায় বি৬ ( ফারসি ভাষা ও সাহিত্য) এবং বি৮ (আধুনিক ভাষা ইনস্টিটিউট) ইউনিটকে বি১ ইউনিটের সাথে সংযুক্ত করা হয়েছে এবং সংস্কৃত বিভাগকে বি৬ ইউনিট করা হয়েছে। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচী নিম্নরুপ নির্ধারণ করা হয় :-
১৬ নভেম্বর ডি১-৩ ইউনিট (সমাজ বিজ্ঞান অনুষদ), ১৭ নভেম্বর সকাল বেলা সি১ ইউনিট (ব্যবসায় প্রশাসন অনুষদ) বিকেল বেলা সি২,৩ ইউনিট (ব্যবসায় প্রশাসন অনুযদ), ১৮ নভেম্বর সকাল বেলা এইচ১-৩ ইউনিট (জীব বিজ্ঞান অনুষদ) বিকেল বেলা জি ইউনিট (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ), ১৯ নভেম্বর সকাল বেলা এ ইউনিট ( বিজ্ঞান অনুষদ), বিকেল বেলা এফ ইউনিট (ইনস্টিটিউট অব ফরেস্টি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস), ২০ নভেম্বর আই ইউনিট (ইঞ্জিনিয়ারিং অনুষদ), ২১ নভেম্বর ই ইউনিট (আইন অনুষদ), ২৩ নভেম্বর বি১ ইউনিট (কলা ও মানববিদ্যা অনুষদ) এবং ২৫ নভেম্বর বি২ (আরবি ও ইসলামিক স্টাডিজ) বি৩ (চারুকলা) বি৪ (পালি) বি৫ (নাট্যকলা) বি৬ (সংস্কৃত) বি৭ (আইইআরটি) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উলেখ্য যে, ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান পরীক্ষা এবং ২০১২ ও ২০১৩ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাদের চতুর্থ বিষয়সহ আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ আছে তারা সি ও ই ইউনিট সমূহের, যাদের চতুর্থ বিষয়সহ আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ আছে তারা এ, বি৭ (ব্যবসায়/বিজ্ঞান), এফ, জি, এইচ এবং আই ইউনিট সমূহের, যাদের চতুর্থ বিষয়সহ আলাদাভাবে ন্যূনতম জিপিএ ২.৭৫ এবং উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.০০ আছে তারা বি১, বি৭ (মানবিক), ডি১- ৩ ইউনিট সমূহের, যাদের চতুর্থ বিষয়সহ আলাদাভাবে ন্যূনতম জিপিএ ২.৫০ এবং উভয় পরীক্ষায় মোট জিপিএ ৫.৫০ আছে তারা বি২ - ৬ ইউনিট সমূহের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবে। ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে এস.এস.সি‘র মোট জিপিএ‘র ৪০% এবং এইচ.এস.সি‘র মোট জিপিএ‘র ৬০% যোগ করে মোট ১২০ নম্বরে ফলাফল চুড়ান্ত করা হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে (www.cu.ac.bd)পাওয়া যাবে।
স্বাক্ষরিত/-
(এস.এম.আকবর হোছাইন)
ডেপুটি রেজিস্ট্রার(একাডেমিক)
রেজিস্ট্রার অফিস, চবি
ও
সচিব, ভর্তি কমিটি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস