Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
যে কোন দেশে গমনেচ্ছুদের অনলাইনে নিবন্ধন
বিস্তারিত

সু-খবর!                           সু-খবর‌!!                       সু-খবর!!!

 

এতদ্বারা সর্ব সাধারন কে জানানো যাচ্ছে যে, বিশ্বের যে কোন দেশে গমনেচ্ছুদেরঅনলাইনে নিবন্ধন ০৪/১০/২০১৩ থেকে ১২/১০/২০১৩ তারিখ পর্যন্ত । বাংলাদেশী নাগরিকের ক্ষেত্রে বিশ্বের যে কোন দেশে যাওয়ার জন্য অবশ্যই এই রেজিষ্ট্রশন করতে হবে।রেজিষ্ট্রশন ছাড়া কোন ব্যক্তি বিদেশে যেতে পারবেন না।

যে ব্যক্তি এই রেজিষ্ট্রশন থেকে বাদ পরবেন সে আগামী ২ বছরের মধ্যে রেজিষ্ট্রশন করতে পারবেন না।
রেজিষ্ট্রেশন করতে সঙ্গে নিয়ে আসতে হবে:


১) পাসপোর্ট (এমআরপি), যদি নাথাকে তবে
২) জাতীয়তা পরিচয়পত্র, তা না থাকলে
৩) জন্মনিবন্ধন সনদপত্র
৪) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)৫) নমিনির নাম-ঠিকানা ও মোবাইল নম্বর
৬) ঘনিষ্ঠ ও বিশ্বস্হ এমন তিন জন ব্যক্তির নাম-ঠিকানা ও মোবাইল নাম্বার
৭) দেশে / বিদেশে কাজের অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)
প্রার্থীদের বয়স অবশ্যই১৮ থেকে ৪৫ বছরহতে হবে।
যেকোন দেশের জন্য এই রেজিস্ট্রেশন প্রযোজ্য হবে। তবে প্রার্থী তার পছন্দেরপেশায় সর্বাধিক ৭টি দেশে জন্য আবেদন করতে পারবেন।
প্রার্থী সর্বমোট ২০০-এর অধিক পেশা থেকে এক বা একাধিক পেশা পছন্দ করতে পারবেন।
এছাড়া যাদের বিশেষ কোন পেশায় দক্ষতা নেই, তারা সাধারন কর্মী হিসেবে রেজিস্ট্রশন করতে পারবেন।
রেজিষ্ট্রেশন ফিমোট  ২৫০ টাকা

বিস্তারিত জানতে যোগাযোগ করুন১নং করেরহাট ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে,

প্রচারে চেয়ারম্যান ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদ

ডাউনলোড
প্রকাশের তারিখ
06/10/2013