শিরোনাম
জয়পুর পূর্ব জোয়ার এ.নেছা ও.হক উচ্চ বিদ্যালয়ে ২০১৩ সালের জে.এস.সি(JSC)পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে পরীক্ষার সুযোগ করে দিচ্ছে
বিস্তারিত
জয়পুর পূর্ব জোয়ার এ.নেছা ও.হক উচ্চ বিদ্যালয়ে ২০১৩ সালের জে.এস.সি(JSC)পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে পরীক্ষার সুযোগ করে দিচ্ছে। পরিক্ষার্থীর কাজ থেকে জামানত ভাবত ১০০০/১৫০০/২০০০ টাকা করে নিয়ে পরীক্ষার সুযোগ করে দিচ্ছে স্কুলের শিক্ষক গন ।গরীভ খেটে খওয়ার অভিবাবক কাজ থেকে এত টাকা দিয়ে তাদের ছেলে-মেয়েদের পরীক্ষায় আংশ গহন কারা অসম্ভব।
এই বিষয়টা প্রতিমান মনে হইতেছে আমাদের বিদ্যালয়ে সকল ছাত্র/ছাত্রীর অভিবাবক এর ভেটের মাধ্যমে বিদ্যালয়ে কমিটির শাষাণ ব্যবস্থা সচেতন হওয়া একান্ত ভাবে কর্তব্য পালন করা উচিত। আলোচিত বিষয়টা পরীক্ষার্থীর অভিবাবকদের অথিক নিজার্তন নাহওয়ার জন্য একান্ত কমিটির গনকে অনুরোধ করা গেল।এই ব্যাপারে আমাদের সকল প্রাক্তন ছাত্র এবং এলাকাবাসী, অভিবাবকগনকে এগিয়ে আসতে হবে।