করেরহাটে প্রত্যন্ত অঞ্চলে আধিবাসী পাড়ার শিশুরা পেল শিক্ষার সুযোগ । দীর্ঘ কয়েক যুগ শিক্ষার আলো থেকে বঞ্চিত হলেও ত্রিপুরা পাড়ায় সাইবেনী খিল রুপাইধন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেন মীরসরাইয়ের কয়েকজন মহৎ ব্যক্তি। শনিবার (১৬ ফেব্র“য়ারী) বিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উষা কুমার ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: রেজাউল করিম, প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ডা: জামশেদ আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শারফুদ্দীন কাশ্মীর, ডা: আফরোজা আলম, উদয়ন ফাউন্ডেশনের পরিচালক আমেরিকা প্রবাসী মো: রেদোয়ান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক দয়াল কুমার ত্রিপুরা, হরি ত্রিপুরা, অঞ্জলী ত্রিপুরা, সংস্কৃতিকর্মী আবু সাঈদ, মো: শিমুল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন বলেন, দুর্গম পাহাড়ী এলাকায় ত্রিপুরা পাড়ায় স্কুল প্রতিষ্ঠা একটি প্রশংসনীয় উদ্যোগ। স্কুলটির মাধ্যমে ক্ষুদে শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে আগামী দিনের ভবিষ্যত গড়ে সমৃদ্ধশালী হতে পারবে। তিনি বিদ্যালয়টির উন্নয়নে সকল মহৎ ব্যক্তির সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত : উপজেলার করেরহাটের ত্রিপুরা সাইবেনী খিল এলাকায় ত্রিপুরা পাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ডা: জাসশেদ আলম, মীরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শারফুদ্দীন কাশ্মীর ও উদয়ন ফাউন্ডেশনের পরিচালক আমেরিকা প্রবাসী মো: রেদোয়ান। তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনকে অবহিত করলে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। যার ফলে স্কুলটি উদ্বোধনের মাধ্যমে ত্রিপুরা পাড়ায় এবার থেকে শিক্ষার আলো ছড়াবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS